আজ শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাবনা- ১ বেড়া-সাঁথিয়া আসনের জনগন মন্ত্রী-প্রতিমন্ত্রী পেয়েছে উন্নয়ন পায়নি

বেড়া-সাঁথিয়ার

বেড়া-সাঁথিয়ার

বাকী বিল্লাহ্ঃ(সাঁথিয়া-বেড়া)পাবনা প্রতিনিধিঃপাবনার ১ আসন থেকে ৪৭বছরে নয়জন মন্ত্রী-প্রতিমন্ত্রী হয়েছেন। এই আসনের উন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে এমন তথ্য দিয়েছেন এখানকার জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনী পেশাজীবি মানুষ। তবে আওয়ামীলীগের নেতারা বলছে মহাজোট সরকারের সময়ে বৃশালিখায় ৭০মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র হয়েছে।নগরবাড়িতে হয়েছে মেরিন একাডেমী। আমিনপুরে থানা প্রতিষ্ঠা হয়েছে।এছাড়া ঈশ্বরদী থেকে ঢালারচড় পর্যন্ত রেলপথ নির্মাণ কাজ শুরু হয়েছে।আওয়ামীলীগ সরকারের বর্তমান মেয়াদে এ আসন থেকে কেউ মন্ত্রী পরিষদে জায়গা পায়নি। যদিও আওয়ামীলীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের আগের মেয়াদে (২০০৮-২০১৪)সালে এ আসনে তিনজন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেয়েছিল। তারা হলেন,পরিকল্পনা মন্ত্রী একে খন্দকার,স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শামসুল হক টুকু এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান মির্জা আব্দুল জলিল।এর আগে সাঁথিয়া-বেড়াবাসী আরও ছয়জন মন্ত্রী-প্রতিমন্ত্রী পেয়েছিলেন।১৯৮১ সালে বেড়া থেকে মেজর জিয়াউর রহমান সরকারের সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী হয়েছিলেন মির্জা আব্দুল হালিম।এরশাদ সরকারের সময় একে খন্দকার পরিকল্পনামন্ত্রী ও কৈটোলা গ্রামের মেজর(অবঃ)মনজুর কাদের ত্রান ও পুনর্বাসন প্রতিমন্ত্রী ১৯৯১ সালে খালেদা জিয়া সরকারের সংস্থাপন প্রতিমন্ত্রী ঘোপসেলুন্দা গ্রামের ওসমান গনি খান(ওজিখান।)১৯৯৬সালে আওয়ামীলীগ সরকারের সময় তথ্য-প্রতিমন্ত্রী ছিলেন অধ্যাপক ডঃ আবু সাইদ।২০০১সালে জোট সরকারের সময় কৃষিমন্ত্রী হয়েছিলেন জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামী।করমজা চতুর বাজারের মৎস ব্যবসায়ী সরদার দেলোয়ার হোসেন বলেন,নেতা মন্ত্রী আমরা অনেক পেয়েছি, সে তুলনায় উন্নয়ন পাইনি।উপজেলা বি,এন,পির সাধারন- সম্পাদক রইজ উদ্দিন বলেন, সত্যি কথা বলতে গেলে সার্বিক উন্নয়নের চিত্র হতাশাজনক তবে আমাদের গত দুই মেয়াদকালে বেড়া-সাঁথিয়ার কিছুটা উন্নয়ন হয়েছে।আমরা বেড়ার নদী ভাঙ্গনের সমাধান করেছি।অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও নতুন রাস্তা আমাদের সময় হয়েছে।সে তুলনায় নগরবাড়িতে মেরিন একাডেমী ছাড়া দৃশ্যমান আর কোন উন্নয়ন চোখে পড়েনি।বেড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন-সম্পাদক আব্দুল কাদের বলেন,আসলে বিভিন্ন সময়ে আমরা যেভাবে মন্ত্রী-প্রতিমন্ত্রী পেয়েছি সেভাবে বেড়া-সাঁথিয়ার উন্নয়ন হয়নি।তারপরও বলব বিগত সরকারের মধ্যে আমাদের মহাজোট সরকারের আমলে বেশি উন্নয়ন হয়েছে আমি একবাক্যে বলতে পারি।