আজ সোমবার, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বেড়ায় ৫২ কেজি গাঁজা সহ চারজন আটক

বাকী বিল্লাহ (বেড়া-সাঁথিয়া) পাবনা প্রতিনিধি ঃ পাবনার বেড়ায় ৫২কেজি গাঁজা সহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সকালে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
বেড়া মডেল থানা সূত্রে জানা যায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেনের নের্তৃত্বে পুলিশের একটি দল বেড়া সিএন্ডবি বাসস্ট্যান্ড সংলগ্ন মন্দিরা সিনেমা হলের সামনে হাইওয়ে থেকে লালমনিরহাট থেকে ৫২ কেজি গাঁজা নেওয়ার সময় কুড়িগ্রাম জেলার ফুলবাড়িয়ার ফুলমতি গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী নুর হোসেন ওরফে কাটা নুরু (৪৬), পাবনার কফিল উদ্দিন পাড়ার আকরাম (৩৫), পাবনার দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের শিপলু (২৭) এবং পাবনার দক্ষিণ রাঘবপুর গ্রামের সেলিম (৩৮) কে হাতে নাতে আটক করে। একটি চটের বস্তায় চারটি প্যাকেটে এই বিপুল পরিমাণ মাদক বহন করছিল তারা।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।