আজ বুধবার, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বেড়ায় ছেলের বিরুদ্ধে মা, ভাই ও খালাকে কুপিয়ে হত্যার অভিযোগ

বেড়ায় ছেলের বিরুদ্ধে মা, ভাই

বেড়ায় ছেলের বিরুদ্ধে মা, ভাই

সংবাদচর্চা রিপোর্ট:

পাবনা জেলার বেড়া উপজেলায় ছেলের বিরুদ্ধে তার মা, ছোট ভাই ও আপন খালাকে গলা কেটে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ছেলের নাম তুহিন (২৬)। ঘটনার পর থেকে তিনি পলাতক।

নিহতরা হলেন- সোনাপদ্মা গ্রামের মিঠু হোসেনের স্ত্রী বুলি খাতুন (৪০), মিঠু হোসেনের ছেলে তুষার হোসেন (১০) ও আবু বক্করের স্ত্রী নছিমন খাতুন (৪৫)।

বুধবার ৪ জুলাই  ভোরে বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের সোনাপদ্মা গ্রামের  তারাবটতলা গ্রামে এ ঘটনা ঘটে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, তুহিনকে গ্রেফতার করা গেলে হত্যার প্রকৃত কারণ জানা যাবে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের বরাত দিয়ে বেড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশিষ বিন হাসান জানান, বুধবার ভোর রাত চারটার দিকে রুনা খাতুন তার শাশুড়ির চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখেন তার স্বামী তুহিন ধারালো অস্ত্র দিয়ে ওই তিনজনকে কোপাচ্ছে। এ সময় তিনি দৌড়ে প্রতিবেশিদের খবর দিলে তার স্বামী তুহিন পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ আরো জানায়, ঘটনার পর থেকে তুহিন পলাতক রয়েছে। ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড।

স্পন্সরেড আর্টিকেলঃ