আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বেড়ায় উপ-নির্বাচনে প্রার্থীরা যত ভোট পেল

সংবাদচর্চা রিপোর্ট: পাবনার বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রেজাউল হক বাবু বেসরকারীভাবে বিজয়ী হয়েছে। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৯ শ ৬ ভোট। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী রইচ উদ্দিন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৫শ ১১ ভোট। জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী আলী আহাদ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৮শ ৮২ ভোট। স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ২৫৩ ভোট। বৃহস্পতিবার ১০ ডিসেম্বর বেড়া উপজেলা নির্বাহী কর্মকতা আসিফ আনাম সিদ্দিকী ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদা আক্তার এসব তথ্য নিশ্চিত করেছেন। ধারণা করা হচ্ছে জাতীয় পাটি , বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী জামানত হারাবে। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উপ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে। প্রসঙ্গত বেড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে মোট ভোট কেন্দ্র ৬৮ টি। ভোটার রয়েছে দুই লাখ তিন হাজারের মতো। বৃহস্পতিবার ১০ ডিসেম্বর সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে ।এবারের নির্বাচনে তিনজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেছে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আফজাল হোসেন দল থেকে বহিস্কারের ভয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছিলেন। ২০০৯ সালে বেড়া উপজেলা পরিষদ নির্বাচনে রইচ উদ্দিন যত ভোট পেয়েছিলেন এবার ধানের শীষ প্রতীকে তিনি তার চেয়ে কম ভোট পেয়েছেন।

সর্বশেষ সংবাদ