আজ শুক্রবার, ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বেড়ায় উপ নির্বাচনের তফসিল ঘোষণা

সংবাদচর্চা রিপোর্ট পাবনার বেড়া উপজেলা পরিষদের উপ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী বেড়া উপজেলা পরিষদ উপ-নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ রবিবার ১৫ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৭ নভেম্বর মঙ্গলবার । আপিল দাখিলের শেষ তারিখ ১৮ ও ২০ নভেম্বর। আপিল নিষ্পত্তির শেষ তারিখ ২১-২২ নভেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৩ নভেম্বর সোমবার। প্রার্থীদের প্রতীক বরাদ্দ মঙ্গলবার ২৪ নভেম্বর। ভোট গ্রহণ ১০ ডিসেম্বর, সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত চলবে। মঙ্গলবার (৩ নভেম্বর ) বেড়া উপজেলা পরিষদের উপ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশনার। এ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগসহ বিভিন্ন দলের প্রায় ২ ডজন মনোনয়ন প্রত্যাশী মাঠে রয়েছে।