আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বেসরকারী ব্যাংক এগিয়ে আছে: কাদের

নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদের বলেছেন, সরকারি ব্যাংকের সাথে বেসরকারি ব্যাংকের অনেক দুরত্ব আছে। সরকারি ব্যাংক থেকে মানুষ গ্রহন যোগ্য সেবা পায় না। তাদের আচরণ খারাপ। এখন সরকারি ব্যাংক থেকে বেসরকার ব্যাংক এগিয়ে গেছে মানুষের সেবার মাধ্যমে। সোমবার সকালে শহরের নিতাইগঞ্জে প্রিমিয়ার ব্যাংককিং বুথের উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আব্দুল কাদের আরও বলেন, সরকারি ব্যাংকে মামনুকে গ্রহন করে না। আমরা সেবা চাই। সেবার মানের উন্নয়ন চাই। ব্যাংকের সাথে যোগাযোগ ব্যবস্থা চাই। যে গুলো সরকারি ব্যাংক করে না। তবে কিছু-কিছু বেসরকারি ব্যাংক করছে। নারায়ণগঞ্জের মানুষ সেবা পেতে আগ্রহী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টানবাজার ব্রাঞ্চের ম্যানেজার হাসান মল্লিক। এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রধান অতিথি আব্দুর জব্বার চৌধুরী। বিশেষ অতিথি ডেপুটি ম্যানেজার সামি করিম, সুলতান আহম্মেদ, ব্যবসায়ী নিজাম উদ্দিন, লিয়াকত হোসেনসহ প্রমুখ।

সর্বশেষ সংবাদ