নবকুমার:
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্য খাতে বিপ্লব ঘটেছে। মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। মানুষের জীবন যাত্রার মান বৃদ্ধি পেয়েছে। চিকিৎসা বৈষম্য হ্রাস পেয়েছে।
বুধবার রূপগঞ্জ উপজেলার ভূলতায় ডিকেএমসি হসপিটালের উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, বেসরকারি হাসপাতাল গুলোতে সেবার মান বৃদ্ধি করতে হবে। দক্ষ ডাক্তার এবং নার্স নিয়োগ দিতে হবে। ভুল চিকিৎসায় কোন লোক মারা না যায় সে দিকে নজর রাখতে হবে।
গোলাম দস্তগীর বলেন, কর্মের মাধ্যমে মানুষ অমরত্ব লাভ করে । সৃষ্টির সেবা করলে স্রষ্টা কে পাওয়া যায়। ডাক্তার এবং নার্সদের শতভাগ পেশাদারিত্বে পরিচয় দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব দুলাল চন্দ্র সাহা, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূইয়া, ডিকেএমসি হসপিটালের উপদেষ্টা অধ্যাপক ডা: এম এ কাসেম, ডিএনসিসির অতিরিক্ত সচিব মো: আব্দুল হাই, রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মীর আব্দুল আলীম, ডিকেএমসি হসপিটালের চেয়ারম্যান সালমা পারভীন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার সহ অনেকে।