আজ বুধবার, ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বেশি বিক্রি হয়েছে Samsung Galaxy S8.

পুরো বিশ্বে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকার শীর্ষ স্থানটি নিজের করে নিয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস৮। প্রযুক্তিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের হিসাব অনুযায়ী, স্যামসাং এই মডেলের ১ কোটি ২ লাখ স্মার্টফোন বিশ্ববাজারে সরবরাহ করেছে। এই পরিসংখ্যান কেবল ২০১৭ সালের দ্বিতীয় প্রান্তিকের। চলতি মাসের ২৩ তারিখে উন্মোচন করা হচ্ছে স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৮। তাতেও এখন পর্যন্ত গ্যালাক্সি এস৮-এর দৌড় থামেনি। বছরের তৃতীয় প্রান্তিকেও স্মার্টফোনটি বেশ বিক্রি হচ্ছে।

স্মার্টফোনটির এমন সাফল্যে স্যামসাং আইফোনের রাজত্বে হানা দিতে পারেনি। স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল দ্বিতীয় প্রান্তিকে ১ কোটি ৫১ লাখ আইফোন ৭ সরবরাহ করেছে বিশ্ববাজারে। আর দ্বিতীয় প্রান্তিক থেকে এখন পর্যন্ত সংখ্যাটি ১ কোটি ৬৯ লাখ।