নবকুমার:
রূপগঞ্জ উপজেলার বেলদী দারুল হাদিস ফাজিল মাদ্রাসার ৪ তলা বিশিষ্ঠ একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (১৯ জুলাই, ৪ শ্রাবন) রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসময় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসানসহ স্থানীয় আওয়ামী লীগ ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে গোলাম দস্তগীর গাজী বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে বহুমুখী শিক্ষার বিপ্লব ঘটেছে। সমাজের অবহেলিত আলেম সমাজ প্রতিষ্ঠিত হচ্ছে। একটা সময় মাদ্রাসা শিক্ষার্থীরা সরকারি চাকরিতে প্রবেশ করতে পারে নাই। এখন শেখ হাসিনার কল্যাণে সেই মাদ্রাসা শিক্ষার্থীরা সরকারি চাকরিতে প্রবেশ করছে।
মন্ত্রী বলেন, মাদ্রাসার শিক্ষক এবং ছাত্র ছাত্রীদের নৈতিক শিক্ষার উন্নতি করতে হবে। তাদেরকে দেশ প্রেমিক হতে হবে। ধর্ষণ ইভটিজিং মাদক থেকে দূরে থাকতে হবে। সম্প্রতি মাদ্রাসা শিক্ষকরা ধর্ষণের সাথে জড়িয়ে পড়ছে যা অত্যন্ত দুঃখজনক।