আজ শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বেগম জিয়া সাধারণ বন্দির মতো আছেন: কারা মহাপরিদর্শক

বেগম জিয়া সাধারণ বন্দির মতো আছেন

বেগম জিয়া সাধারণ বন্দির মতো আছেন: কারা মহাপরিদর্শকবেগম জিয়া সাধারণ বন্দির মতো আছেন

নিজস্ব প্রতিবেদক:

কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি প্রিজন) সৈয়দ ইফতেখার উদ্দীন বলেছেন, ১৯৬৪ ও ২০০৬ সালের কারাবিধি অনুযায়ী বর্তমান সাংসদরা কেবল ডিভিশন পাবেন। সাবেক প্রেসিডেন্টও পান। তবে সাবেক প্রধানমন্ত্রী পান না। রোববার দুপুর সাড়ে ১২টায় কারা অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আইজি প্রিজন বলেন, খালেদা জিয়া সাধারণ বন্দির মতোই আছেন। তাকে সঙ্গ দেওয়ার জন্য একজন নারী নার্স ও চারজন নারী কারারক্ষী রয়েছে।

এর আগে সকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলকোড অনুযায়ী ডিভিশন দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত। খালেদা জিয়ার আইনজীবীদের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আখতারুজ্জামান এ নির্দেশ দেন।

এ বিষয়ে সৈয়দ ইফতেখার উদ্দীন বলেন, আদালত ওনাকে ডিভিশন দেওয়ার আদেশ দিয়েছেন বলে শুনেছি। তবে আদেশের কপি এখনও হাতে এসে পৌঁছায়নি। কপি পাওয়ার পর সেটা বাস্তবায়ন করা হবে।

গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হওয়ার পর তিনি নাজিমুদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। খালেদা জিয়াকে কারাগারে জেল কোড অনুযায়ী মর্যাদা দিয়ে রাখা হয়নি বলে অভিযোগ করেছে তার দল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, খালেদা জিয়াকে স্যাঁতসেঁতে ও পরিত্যক্ত জায়গায় একা রাখা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীকে একজন সাধারণ কয়েদির মতো রাখা হয়েছে। যে খাবার দেওয়া হয়েছে, তা মুখে দেওয়ার মতো নয়।

তবে সরকার বলছে, ডিভিশনপ্রাপ্ত বন্দীর মতো সব সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। তাকে চৌকি, কম্বল, টেলিভিশন এবং পত্রিকা দেওয়া হয়েছে। শুধু বাইরে থেকে খাবার নিতে দেওয়া হচ্ছে না।