আজ শনিবার, ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বেগম খালেদা জিয়াকে কারাদন্ড দিয়ে বিএনপিকে ধমানোর অপচেষ্টা করা হচ্ছে : সুমন

সুমন

সুমন

নিজস্ব প্রতিবেদক:
বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়াকে সরকার মিথ্যা ও সাজানো মামলায় বারবার কারাদন্ড দিয়ে দলকে ধমানোর অপচেষ্টা করছে সরকার। দেশের মানুষ তা বুঝতে পেরেছে। সরকারের পায়ের তলায় মাটি নেই। তাই মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের ধমানো চেষ্টা করে যাচ্ছে। আর সরকার বারবার ব্যর্থও হচ্ছেন। বিএনপির জনপ্রিয়তা এখন আকাঁশ চুম্বি। আমার প্রয়াত পিতা এএম বদরুজ্জামান খসরু’র স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যই আমি রাজনীতিতে এসেছি। আমার পিতা সব সময়ে আড়াইহাজারবাসীর উন্নয়ন নিয়ে কাজ করেছেন। তিনি ছিলেন বিএনপির একজন নিবেদিতপ্রাণ নেতা। তিনি নিজের জন্য কোন দিন কিছু চাননি। আজ তিনি আমাদের মাঝে নেই। তাতে কি হয়েছি। আমার আড়াইহাজারবাসী আমার বাবার সমতুল্য মুরুব্বী। তাদের কাছেই আমি আমার বাবার ¯েœহ ও আদর খোঁজে বেড়াই। সোমবার একান্ত স্বাক্ষাতকারে থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুর রহমান সুমন এসব কথা বলেন।
প্রসঙ্গত. বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ আড়াইহাজার থানা বিএনপির সভাপতি এ এম বদরুজ্জামান খান খসরু সৎ, জনপ্রিয় এই নেতার চলতি বছরের ১১ জুলাই মৃত্যুতে অভিভাবক হারান বিএনপির নেতাকমীর্রা। তিনি ছিলেন আড়াইহাজার থানা বি এন পির প্রতিষ্ঠাতা ও দলের কান্ডারী। আড়াইহাজারে দলীয় অবস্থান এবং সমথর্কদের দিক দিয়ে বিএনপি বরাবরই শক্তিশালী। বাবার ইন্তেকালের পরে স্থানীয় বিএনপিতে সক্রিয় হয়েছেন ও হাল ধরেছেন তার ছেলে সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা মাহমুদুর রহমান সুমন। বাবার পাশাপাশি দীর্ঘ এক যুগ রাজনীতিতে সক্রিয় থাকলেও ক্লিন ইমেজ নিয়ে এলাকায় জনপ্রিয় সুমন। আগামী জাতীয় সংসদ নিবার্চনে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসন থেকে দলের প্রাথীর্ হওয়ারও ঘোষণা দিয়েছেন সুমন। ইতোমধ্যে আড়াইহাজার থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে সুমনকে এবং যোগ্য উত্তরসূরি হিসেবে খসরুর ছেলে মাহমুদুর রহমান সুমনকেই তারা আগামী দিনের নেতা হিসেবে বেছে নিয়েছেন। আড়াইহাজার থানা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-২ আসন। সুমন বলেছেন, বাবার দেখানো ন্যায়নিষ্ঠ পথেই আমি হাঁটছি। এলাকার সাধারণ মানুষের সুখদুঃখে সবসময় পাশে থাকতে চায়।

স্পন্সরেড আর্টিকেলঃ