আজ রবিবার, ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বৃহস্পতিবার প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি

সংবাদচর্চা অনলাইনঃ

দলীয় নেতাকর্মীদের হয়রানির প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

বুধবার ১০ই ফেব্রুয়ারি দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

রিজভী বলেন, ভুয়া ও হয়রানিমূলক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ সাতক্ষীরার ৩৪ জন নেতাকর্মী, পাবনায় ৪৭ জন নেতাকর্মীকে ষড়যন্ত্রমূলকভাবে ফরমায়েশি সাজা প্রদান এবং দলের বাণিজ্যবিষয়ক সম্পাদক আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদকে অযথা কারাগারে প্রেরণের ঘটনার প্রতিবাদে বিএনপির উদ্যোগে আগামীকাল ১১ ফেব্রুয়ারি ঢাকা মহানগরসহ সারাদেশের মহানগর ও জেলা সদরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করা হবে। ঢাকায় এই কর্মসূচি জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

রিজভী আরও বলেন, বিএনপির পক্ষ থেকে দেশবাসীসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে কর্মসূচি সফল করার আহ্বান জানাচ্ছি।