আজ শনিবার, ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

বুয়েটের ছাত্র ফাহাদ হত্যায় ছাত্র লীগের যারা জড়িত

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলে আবরার ফাহাদ নামে এক ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে ছাত্র লীগের নেতাকর্মীরা।   সোমবার (৭ অক্টোবর) ভোরে তার মরদেহটি উদ্ধার করা হয়। ছাত্র লীগের যারা জড়িত তাদের একটি তালিকা গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।

এছাড়া পুলিশ আবরার ফাহাদ হত্যার ঘটনায় ৪ জন কে গ্রেফতার করেছে। ছাত্র লীগের পক্ষে থেকে আসামীদের শাস্তি দাবি করেছে।

এদিকে নিহতের বাবা বরকতুল্লাহ সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্র লীগের সাধারণ সম্পাদকসহ ১৯ জনকে আসামি করা হয়েছে।

স্পন্সরেড আর্টিকেলঃ