আজ বুধবার, ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িমারীর স্থলবন্দরের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম স্থলবন্দর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। রোববার ভোর থেকে বুড়িমারীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

লালমনিরহাটের রেলওয়ের সহকারী ট্রাফিক সুপারিয়েন্টেন্ট (এটিএস) সাজ্জাত হোসেন জানান, বন্যার পানি লালমনিরহাট বুড়িমারী রেলরুটের অনেক স্থানে রেললাইনের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রচণ্ড গতিতে পানি প্রবাহের কারণে বেশ কিছু স্থানে লাইনের নিচে সুড়ঙ্গ গর্তের সৃষ্টি হয়েছে। ফলে এ রুটের বুড়িমারী থেকে হাতিবান্ধা উপজেলার পারুলিয়া পর্যন্ত রেল চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ কারণেই বুড়িমারী স্থলবন্দর তথা পাটগ্রাম, হাতিবান্ধা ও কালীগঞ্জ উপজেলা সম্পূর্ণ রুপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে লালমনিরহাটসহ সারাদেশের সঙ্গে।

তবে এ রুটে লালমনিরহাট থেকে  কালীগঞ্জের-কাকিনা পর্যন্ত ধীর গতিতে রেল যোগাযোগ স্বাভাবিক থাকবে। সৃষ্ট বন্যায় লাইনের কোথাও ভেঙে বা নষ্ট হতে দেখলে স্থানীয় রেলস্টেশনে খবর দিতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান ওই রেল কর্মকর্তা।

 

স্পন্সরেড আর্টিকেলঃ