আজ রবিবার, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বুধবার না.গঞ্জে জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশ নিবে ৪৫ হাজার ৯০৭ জন পরীক্ষার্থী

নিজস্ব প্রতিনিধি: অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ২০১৭ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা ১ নভেম্বর থেকে শুরু হয়ে ১৮ নভেম্বর পর্যন্ত চলবে।

১ নভেম্বর বুধবার ২০১৭ সালের জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৪২ হাজার ৩৭৫ জন পরীক্ষার্থী। এবছর জেডিসি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে ৩ হাজার ৫৩২ জন পরীক্ষার্থী।

২০১৬ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষায় নারায়নগঞ্জ জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৪ হাজার ৭৪ জন। ২০১৫ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪২ হাজার ৮ শত ১২ জন।

উল্লেখ্য এবছর নির্ধারিত দিনগুলোতে সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ৮ম বারের মতো এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কক্ষে উপস্থিত হওয়া এবার বাধ্যতামূলক করা হয়েছে। তবে ব্যতিক্রম কিছু থাকলে কর্তৃপক্ষ বিবেচনায় নেবে।

স্পন্সরেড আর্টিকেলঃ