আজ বৃহস্পতিবার, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বুধবার খানপুরে পিসিআর ল্যাব উদ্বোধন

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জের খানপুর ৩শ শয্যা  হাসপাতালে অবস্থিত সরকারি পিসিআর ল্যাব উদ্বোধন করা হবে বুধবার ( ৬মে ) । উদ্বোধনের বিষয়টি সংবাদচর্চাকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জে জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ। তিনি জানান, করোনাভাইরাস পরীক্ষা শুরু হবে ল্যাব উদ্বোধনের পরে দিন ( ৭মে)  থেকে । ল্যাবটি  উদ্বোধন করার কথা রয়েছে  নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের। এ সময় উপস্থিত থাকবেন স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, জেলা সিভিল সার্জন ডা. মো. ইমতিয়াজ , নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. সামসুদ্দোহা সঞ্চয়। এরআগে রূপগঞ্জের কাঞ্চনে নারায়ণগঞ্জের প্রথম ল্যাব গাজী পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়। ল্যাবটির যাবতীয় খবর বহন করছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। সেখান থেকে ৩/৪ ঘন্টার মধ্যে রিপোর্ট পাওয়া যাচ্ছে।

প্রসঙ্গত করোনাভাইরাস নারায়ণগঞ্জে মহামারি রূপ নিয়েছে। নারায়ণগঞ্জ থেকে দেশের বিভিন্ন জেলায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৩ জন। মৃত্যুবরণ করেছেন ৫১ জন। তার মধ্যে নাসিক এলাকায় ৬৫৩ জন, সদর উপজেলায় ৩২১, বন্দর উপজেলায় ২৩, আড়াইহাজারে ২৮, সোনারগাঁয়ে ৩৩ ও রূপগঞ্জে ১৫ জন তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দাবি ১৯ জন রোগী রয়েছে  ।  সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৩৬ জন, সদরে ১১, বন্দরে ১, রূপগঞ্জে ২ , সোনারগাঁয়ে ২ জন। এমন অবস্থায় নারায়ণগঞ্জবাসী সরকারের কাছে ল্যাবের দাবিতে সোচ্চার হয়ে ওঠে। যা এখন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।

জানা গেছে,  পিসিআর ল্যাবের মাধ্যমে ২৪ ঘন্টার মধ্যে পরীক্ষার রিপোর্ট দিতে পারবে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে জনবল সংকটের কারণে প্রতিদিন ৯০টি নমুনা পরীক্ষা করা সম্ভব হবে।