আজ শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বীর মুক্তিযোদ্ধা ডা: র‌ফিকের কফিনে মন্ত্রী গাজীর শ্রদ্ধা

রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ম‌শিউর রহমান তা‌রে‌কের বাবা বীর মুক্তিযোদ্ধা ডা: র‌ফিক আহমেদ ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) । রবিবার সকাল ৮ টায় তিনি ইন্তেকাল করেন। মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক । তিনি মরহুমের কফিনে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক সেনা প্রধান ও সেক্টর কমান্ডার শফিউল্লাহ বীর উত্তম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তারিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আমানুল্লাহ, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হোসেন রানু, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান তারেক প্রমুখ ।  রবিবার দুপুরে  মরহুমের জানাযার  নামাজ শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাযার নামাজের আগে মরহুমের জীবন ও কর্মের আলোচনা করেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। তিনি বলেন, ডা: রফিক বিনামূল্যে অনেক গরীব মানুষকে চিকিৎসা করেছেন। তিনি মুক্তিযুদ্ধের সময়ও বিনামূল্যে চিকিৎসা করেছেন। সব মুক্তিযোদ্ধারা চলে যাচ্ছে। আমরা এক সময় ইতিহাস হয়ে থাকব। আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করেন।

এছাড়া গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ