নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ মাদক বিরোধি অভিযান চালিয়ে ২ শ’ ১৬ ক্যান বিয়ারসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
শনিবার দিবাগত রাত পৌনে ১টায় সদর থানার আমলাপাড়া এলাকা থেকে ২ শ’ ১৬ ক্যান বিয়ারসহ সানি (২৬) ও হাসান সরকার ওরফে জীবন (৪২) কে আটক করে সদর থানার সেকেন্ড অফিসার শফিকুল ইসলামের টিম।
ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং রোববার (৮জুলাই) দুপুরে পুলিশ তাদের আদালতে প্রেরন করলে আদালত ধৃত মাদক ব্যবসায়ীদের জামিন না মঞ্জুর করে তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানা গেছে।
চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলামের নেতৃত্বে শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে পুলিশ শহরের আমলা পাড়া এলাকায় একটি অভিযান চালায়। অভিযান কালে পুলিশ ২ শ’ ১৬ ক্যান বিয়ার সহ দুই মাদক ব্যবসায়ী মোঃ সানি ও হাসান সরকার ওরফে জীবন কে আটক করেন। আটককৃত সানি জেলার বন্দর থানাধীন সোনা কান্দা এলাকার মৃত গিয়াস উদ্দীনের ছেলে তবে সে বর্তমানে শহরের খানপুর এলাকায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করেন। অপর ধৃত মাদক ব্যবসায়ী হাসান সরকার ওরফে জীবন শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন ইউনুস সরকারের ছেলে। সে দীর্ঘদিন ধরে শহরের নিতাইগঞ্জের ঋষিপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করে আসছে ।
পুলিশের দাবী ধৃতরা দীর্ঘ দিন যাবৎ অভিনব কায়দায় বিয়ার, বিদেশী মদ, ইয়াবা ট্যাবলেট এবং ফেনসিডিলের ব্যবসা পরিচালনা করে আসছে বলে অভিযোগ রয়েছে। এঘটনায় পুলিশ বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে।