আজ সোমবার, ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বিস্ফোরক মামলায় এ্যাডঃ সাখাওয়াত হোসেন ও কাউন্সিলর ইকবালের জামিন

নিজস্ব প্রতিবেদক ঃনারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও জেলা বিএনপির আরো দুজন নেতা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আদালতে আত্মসমপর্ণ করে জামিন পেয়েছেন।

মামলায় চূড়ান্ত অভিযোগ পত্র দাখিলের সময় পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন লাভ করেন আসামীরা।

রোববার (২৯ অক্টোবর) সকাল সোয়া ১১টায় জেলা ও দায়রা জজ বেগম হোসনে আরা আকতার আদালতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়েরকৃত বিস্ফোরক আইনের মামলায় আত্মসমপর্ণ করেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা ইকবাল হোসেন ও  জেলা বি এন পির সহ- সাংগঠনিক সম্পাদক উজ্জল হোসেন।

এ সময় আসামীদের পক্ষে বিএনপি পন্থী প্রায় অর্ধশত আইনজীবী আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন।

এখানে উল্লেখ্যযে, গত ১১ সেপ্টেম্বর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ শহরে পুলিশী বাধা উপেক্ষা করে মিছিল করার সময় ৮ জন বিএনপি নেতাকর্মীরা আটক করে পুলিশ। ওই ঘটনায় অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সহ ১৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাত ৩০/৪০জনকে আসামী করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। মামলায় আলামত হিসেবে জর্দার কৌটা দেখানো হয়।

 

স্পন্সরেড আর্টিকেলঃ