ট্রাক চালককে ছুরিকাঘাত করে যানবাহনে থেকে তেল চুরি সময় ছিনতানকারী চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। গত ৫ মার্চ বৃহস্পতিবার রাতে ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের কাঁচপুর বিসিক শিল্প নগরীর ১নং গেইটের সামনে থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ জামাল (২৫) আরমান(২৭)। শুক্রবার বিকালে কাঁচপুর হাইওয়ে থানায় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করে হাইওয়ে গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার আলী আহম্মেদ খান এসব তথ্য জানান।
তিনি জানান, দীর্ঘ দিন যাবৎ একটি ছিনতাইকারী চক্র মহাসড়কে তেল ছিনতাই করে আসছে। বৃহস্পতিবার রাতে কাঁচপুর বিসিক শিল্প নগরীর ১নং গেইটে তেলবাহী ট্রাক চালক আক্তার হোসেন সাগর(২২)কে ছুরিকাঘাত করে তেল ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে। এসময় ট্রাক চালকের চিৎকার শুনে হাইওয়ে টহল ডিউটি পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মহাসড়কের ছিনতাই চক্রের মূলহোতা মোমেনের সেকেন্ড ইন কমান্ড মো. জামাল ও সহযোগী আরমানকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ১৯০ লিটার ডিজেল ও ট্রাংকি থেকে তেল নামানো প্লাষ্টিকের পাইপ উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাক চালক আক্তার হোসেন সাগর বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।
এসময় উপস্থিত ছিলেন, হাইওয়ে অতিরিক্ত পুলিশ সুপার জিসানুল হক,কাচঁপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন প্রমূখ।