আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিশ্বব্যাপী মুসলিমদের উপর নির্যাতন বন্ধ করতে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে :মুন্না খাঁন

সংবাদচর্চা রিপোর্ট:
সারা বিশ্বে মুসলিমদের উপর নির্যাতন বন্ধ করতে সকল মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন দৈনিক সংবাদচর্চার প্রকাশক ও সম্পাদক মুন্না খাঁন।

গতকাল ডিআইটি পুরাতন জিমখানা যুব সমাজের উদ্যোগে ১১ তম বার্ষিক ওয়াজ মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

মুন্না খাঁন বলেন, বিশ্বব্যাপী মুসলমানরা বিভিন্ন মতাদর্শে বিশ্বাসের ফলে মুসলমানদের মধ্যে গ্রুপি এবং দ্বন্দ্ব বাড়ছে। যার ফলে দিন দিন মুসলিম বিদ্বেষীরা মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করে পার পেয়েছে যাচ্ছে।
তিনি বলেন, সারা মুসলিম নির্যাতন বন্ধ করতে হলে আগে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে।
মুন্না খান বলেন, বিপদগ্রস্ত মুসলমানদের পাশে দাঁড়াতে হলে আমাদের দেশের আলেম সমাজ কে একত্রিত হতে হবে। তাদেরকে কোরআনের ব্যাখ্যা দিয়ে মুসলমানদের এক শিবির আনতে হবে।

তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম এখানে কোন জঙ্গি সন্ত্রাসের স্থানে নেই। যারা ইসলামের দোহায় দিয়ে বোমা মেরে মানুষ হত্যা করে এরা ইসলামের শত্রু ইহুদিদের দালাল।
এসময় উপস্থিত ছিলেন, মোহাম্মদ মাহেব হোসেন।

এছাড়া ওয়াজ মাহফিলে কোরআন হাদিস থেকে ওয়াজ করেছেন আল্লামা হযরত মাওলানা শহিদুল ইসলাম জাফরী , হযরত মাওলানা ক্বারি মিজানুর রহমান কুতুব পুরী, হযরত মাওলানা ক্বারি রেজাউল করিম ।