আজ সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বিল গেটসের পতন

অনলাইন ডেস্ক:

শীর্ষ ১০ ধনীর তালিকায় আরও একবার জায়গা করে নিয়েছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি। তার সম্পত্তির পরিমাণ ১৩১.৩ বিলিয়ন ডলার। বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি হিসেবে জায়াগা করে নিয়েছেন এই ভারতীয় শিল্পপতি।
এদিকে তার উত্থানে পতন ঘটেছে জেফ বেজোসের। আদানির কাছে জায়গা হারিয়ে চারে নেমে গেছেন বেজোস।

ফোর্বস রিয়েল টাইম বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, এশিয়ার সবচেয়ে ধনী এবং আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির মোট সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ১৩১.৩ বিলিয়ন ডলার। জেফ বেজোসকে পেছনে ফেলে শীর্ষ দশ ধনীর তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন।

আদানির তুলনায়, বেজোসের মোট সম্পদ ১২৬.৯ বিলিয়ন ডলার। দু’জনের সম্পদের পার্থক্য শিল্পপতি গৌতম আদানি জেফ বেজোসের চেয়ে ৪.৪ বিলিয়ন ডলার বেশি ধনী।

টেসলার সিইও এলন মাস্ক, সম্প্রতি ৪৪ বিলিয়নে টুইটারের চুক্তি চূড়ান্ত করে মাইক্রোব্লগিং সাইট অধিগ্রহণ করেছেন, শীর্ষ-১০ বিলিয়নেয়ারদের তালিকায় এক নম্বরে রয়েছেন তিনি। মাস্কের মোট সম্পদের পরিমাণ ২২৩.৮ বিলিয়ন ডলার।

এছাড়া, দু’ নম্বরে নিজের আধিপত্য বজায় রেখেছেন ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্ড। বার্নার্ড আর্নলর মোট সম্পদ ১৫৬.৫ বিলিয়ন।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি, বিশ্বের শীর্ষ বিলিয়নেয়ারদের তালিকায় অন্তর্ভুক্ত দ্বিতীয় ভারতীয় শিল্পপতি, অষ্টম স্থানে রয়েছেন। আম্বানির ৮৯.২ বিলিয়ন ডলার সম্পদ রয়েছে।

বাকি ধনীদের মধ্যে ওয়ারেন বাফেট ১০৪.৫ বিলিয়ন সম্পদ নিয়ে পঞ্চম স্থানে, মাইক্রোসফটের বিল গেটস ১০২.৯ বিলিয়ন সম্পত্তি নিয়ে ষষ্ঠ স্থানে এবং ল্যারি এলিসন ১০২.৫ বিলিয়ন সম্পদ নিয়ে সপ্তম ধনী ব্যক্তি হিসেবে জায়গা করে নিয়েছেন।

বিশ্বের ধনীদের তালিকায় নিজেদের আধিপত্য বজায় রাখা ভারতীয় শিল্পপতিদের মধ্যে সম্পদের পার্থক্য নিয়ে কথা বললে ব্যবধান অনেক বেশি। আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি সম্পদের দিক থেকে রিলায়েন্স প্রধান মুকেশ আম্বানির থেকে ৪২.১ বিলিয়ন ডলার এগিয়ে।

এই তালিকায় মুকেশ আম্বানির নিচে রয়েছেন দুই কোটিপতি। এদের মধ্যে ৮৩.৫ বিলিয়ন ডলার নিয়ে ল্যারি পেজ রয়েছেন নবম স্থানে, যেখানে কার্লোস স্লিম হেলুর নাম রয়েছে ৮১.৬ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে।

ফোর্বসের তথ্যমতে, ফেসবুকের মূল কোম্পানি মেটার সিইও মার্ক জুকারবার্গের সম্পদ এ বছর খুব দ্রুত কমেছে। তার সম্পদ ৬০ শতাংশের বেশি কমেছে। বিশ্বের বিলিয়নেয়ারদের তালিকায়, জুকারবার্গ এখন ৩৬.৪ বিলিয়ন সম্পদের নিয়ে ২৯ নম্বরে নেমে এসেছেন।

একই সময়ে, সের্গেই ব্রিন, যিনি দীর্ঘদিন ধরে শীর্ষ-১০ তালিকায় নিজের উপস্থিতি বজায় রেখেছেন, এখন ৮০.২ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে ১১ নম্বরে পৌঁছেছেন।

স্পন্সরেড আর্টিকেলঃ