আজ শনিবার, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বিমান বন্দরে এমপি গাজীকে উষ্ণ অভ্যর্থনা

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : বিমান বন্দরে উষ্ণ সংবর্ধনায় সিক্ত হয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। ভারতের কলকাতায় সংবর্ধনা শেষে দেশে ফেরার পর গতকাল নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ছাড়াও সংবর্ধনায় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, ভারত আমাদের মুক্তিযুদ্ধের সাথে গৌরবের সাথে জড়িত। ভারত আমাদের যেভাবে সম্মান দেখিয়েছে, এতে আমাদের দেশও সম্মানিত হয়েছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের গৌরবময় অধ্যায়। মুক্তিযোদ্ধারা জাতীর শ্রেষ্ঠসন্তান। আজ আপনাদের দেয়া সংবর্ধনায় আমি আবেগাপ্লুত। ভারত আমাদের যে সম্মান দিয়েছে তা নারায়ণগঞ্জবাসীকে উৎসর্গ করলাম।

প্রসঙ্গত ১৬ ডিসেম্বর কলকাতায় ভারতীয় সেনা বাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দফতর ফোর্ট উইলিয়াম-এ বিজয় দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। অনুষ্ঠানে ফোর্ট উইলিয়ামের মূল ফটকের সামনে শহীদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানায় বাংলাদেশের মুক্তিযোদ্ধার একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশের গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশারফ হোসেন এমপি। প্রতিনিধি দলে ছিলেন গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকসহ অন্য যুদ্ধজয়ী বীরেরাও।

ভারতের পক্ষে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভারতের তিন সেনাবাহিনীর (স্থল, নৌবাহিনী ও বিমানবাহিনী) পূর্বাঞ্চলীয় শাখার প্রধান। এছাড়াও বীর শহীদদের শ্রদ্ধা জানান দেশটির সাবেক সেনা কর্মকর্তারা।এরপর সেনাবাহিনীর মাঠে আয়োজিত একাত্তরের মুক্তিযুদ্ধ সম্বলিত একটি প্রদর্শনী ঘুরে দেখেন বাংলাদেশের মুক্তিযোদ্ধা প্রতিনিধি দলটি।

সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর বীরপ্রতীক ছাড়াও বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন লে. জেনারেল (অব) মোল্লা ফজলে আকবর, সংসদ সদস্য আবদুস শহীদ ও সংসদ সদস্য ওয়াসেক আয়শা খান।

স্পন্সরেড আর্টিকেলঃ