আজ মঙ্গলবার, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বিপুল ফেনসিডিল সহ গ্রেপ্তারকৃতরা রিমান্ডে

সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জে বিপুল সংখ্যক ফেনসিডিলসহ গ্রেপ্তার তিন মাদক ব্যবসায়ীকে ১ দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার সকালে নারায়নগঞ্জের সিনিয়র জুডিসিয়াল মাজিস্ট্রেট কাউসার আলমের আদালত রিমান্ড মঞ্জুরের আদেশ দেন। রিমান্ডের আসামীরা আশুলিয়া থানার ধোসাইদ এলাকার মনিরের বাড়ির ভাড়াটিয়া মৃত সোনামিয়া সিকদারের ছেলে প্রাইভেটকার চালক মো. জালাল সিকদার (৫০), একই থানার রাজাসন এলাকার আক্কাসের বাড়ির ভাড়াটিয়া মোঃ আরশাদের ছেলে মো. বাবু (২৮) এবং একই থানার জাহাঙ্গীর আমবাগান এলাকার মফি’র বাড়ির ভাড়াটিয়া মো. শাহজাহান চোকিদারের ছেলে মো. শাহাবুদ্দিন চোকিদার (৪২)।
রিমান্ডের সত্যতা নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক মো.আসাদুজ্জামান। তিনি জানান, আসামীকে আদালতে উপস্থিত করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানী শেষে ১দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, ১৬ মার্চ বিকেল পাঁচটার দিকে রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ৩০০ ফিট রোড সংলগ্ন ছমু মার্কেট এলাকায় র‌্যাব-১ চেক পোস্ট বসিয়ে ১ হাজার ৪শ ৬৪ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে আটক করে।

স্পন্সরেড আর্টিকেলঃ