সংবাদচর্চা ডটকম:
রূপগঞ্জ উপজেলায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ইউরেনাস সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
সোমবার মুড়াপাড়া কলেজ মাঠে বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণেয়, রোগী দেখাসহ ,প্রায় ১০০০ মানুষকে সেবা দিয়েছে ।তাদেরকে উৎসাহিত করেছেন নারায়নগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক , উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য হায়দার আলী, আওয়ামীলীগ নেতা তাবিবুল কাদির তমাল, ।
ইউরেনাস এর সমন্বয়ক ডাঃ নাহিয়ান ইরতেজার সার্বিক পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডাঃ আয়শা হায়দার উরমী,সাধরন সম্পাদক ফজলে রাব্বী ভূইয়া,রুহুল আমীন,ফয়ছাল,রিপন,রফিকুল, মৌ, বিল্লাল,শান্ত।