আজ বৃহস্পতিবার, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে নিহত ১

বিদ্যুৎ স্পৃষ্টে

বিদ্যুৎ স্পৃষ্টে

নিজস্ব প্রতিবেদক:

রূপগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আব্দুল বাতেন (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ভাওয়ালিয়া পাড়া এলাকায় ঘটে এ ঘটনা। আব্দুল বাতেন নীলফামারি জেলার ডিমলা থানার চাপানি এলাকার মুরাদুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ভাওয়ালিয়া পাড়া এলাকার আব্দুল মালেক নামের এক ব্যক্তির বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন আব্দুল বাতেন। এসময় নীচ হতে দোতলা বিল্ডিংয়ের ছাদের উপর রড উঠানোর সময় পার্শবতী বিদ্যুতের তারে লেগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বাতেন মারা যান। এ ব্যপারে রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।