সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন একটি বাড়িতে কাজ করার সময় সেলিম মিয়া (৩০) নামে এক নির্মাণ শ্রমিক বিদ্যুতস্পৃষ্টের পর ৫ তলা থেকে পড়ে নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে হিরাঝিল আবাসিক এলাকার মসজিদ গলির মফিজউদ্দিন মজুর বাড়িতে। সেলিম চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার জয়েন্দ্রীপুর এলাকার আব্দুর রহিমের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) দিলীপ কুমার বিশ্বাস জানান, সেলিম মজিফজউদ্দিন মজুর নির্মাণাধীণ ৫ তলা বাড়িতে নির্মাণ কাজ চালাছিল। এ সময় আকস্মিকভাবে সেলিম বিদ্যুতস্পৃষ্টে ৫ তলা থেকে নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। তিনি আরো জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়াধীন রয়েছে।##