আজ রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না’গঞ্জ জেলার শ্রেষ্ঠ স্কুল বিদ্যানিকেতন

বিদ্যানিকেতন

বিদ্যানিকেতন

 

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ জেলা সমিতি ঢাকা বিদ্যানিকেতন হাই স্কুলকে ‘নারায়ণগঞ্জ জেলা শ্রেষ্ঠ স্কুল পুরস্কার-২০১৮’ হিসেবে মনোনীত করেছে। আগামী ১৬ জুলাই ঢাকায় পাবলিক লাইব্রেরী শওকত ওসমান মিলনায়তনে এ পুরস্কার প্রদান করা হবে।
নারায়ণগঞ্জ জেলা সমিতির সভাপতি গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) এমপি ও সাধারণ সম্পদক কেএম আবু হানিফ হৃদয় এ পুরস্কার প্রাপ্তির সংবাদ স্কুল কর্তৃপক্ষকে অবহিত করেন।
উল্লেখ্য বিদ্যানিকেতন হাই স্কুল এর আগে ২০১৭ এবং ২০১৮ সালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক জেলার শ্রেষ্ঠ ডিজিটাল স্কুল হিসেবে পুরস্কার লাভ করে। বিদ্যানিকেতন হাই স্কুলটি ২০০৭ সালে পশ্চিম দেওভোগ ভূইয়ারবাগ এলাকায় প্রতিষ্ঠিত হয়। ইতিমধ্যে এ স্কুলটি জেলার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে।
দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূন স্কুলটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে এবং প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। বর্তমানে প্রায় ১৫০০ শিক্ষার্থী এ স্কুলে পড়াশুনা করছে।