নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নারায়নগঞ্জ জেলা ইউনিটের আয়োজনে তিন দিন ব্যাপী প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান শীর্ষক প্রশিক্ষন কর্মসুচি বিদ্যানিকেতন হাই স্কুলে বুধবার শেষ হয়েছে।
বিদ্যানিকেতনের ৫৩জন শিক্ষার্থী এ প্রশিক্ষনে অংশ গ্রহন করেছে।
সমাপনী অনুষ্ঠানে বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদানিকেতন পরিচালনা পরিষদের ভাইস প্রেসিডেন্ট ও নারায়নগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, নারায়নগঞ্জ রেডক্রিসেন্ট ইউনিটের সাধারন সম্পাদক আবদুর রহমান লিটন, কার্যকরী পরিষদের সদস্য এডভোকেট নবী হোসেন, বিদ্যানিকেতন পরিচালনা পরিষদ সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল।
পরে শিক্ষার্থীদের মধ্যে সনদ পত্র এবং শ্রেষ্ঠ তিনজন প্রশিক্ষনার্থীদের মধ্যে ক্রেষ্ট প্রদান করা হয়।