আজ বৃহস্পতিবার, ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিদায়ী বছরে বিএনপির ফলাফল শূন্য নতুন বছরে ঘুড়ে দাঁড়ানোর প্রত্যয়

সংবাদচর্চা রিপোর্ট:
কালের গর্বে হাড়িয়ে গেছে বাংলা ১৪২৫ সাল। আজ নতুন সূর্য উদয় হয়েছে নতুন বছরের বাংলা ১৪২৬ সাল। গত বছরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির ফলাফল ছিলো শূন্য। তারা কোন সফলতা অর্জন করতে পারে নাই। বিদায়ী বছরে জাতীয় সংসদ নির্বাচন ও জেলা আইনজীবী সমিতি নির্বাচন হয়েছে। এ নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে। নতুন বছরে ঘুড়ে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছে জেলা ও মহানগর বিএনপির একাধিক নেতা। তারা নতুন বছরে আশার আলো দেখছে। দলকে কমিটি গঠনের মাধ্যমে সুসংগঠিত করছে।

বিগত বছরের স্মৃতিচারণ করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান বলেন, গত বছরটি বাংলাদেশের জন্য একটি কালো বছর হিসেবে চিহ্নিত থাকবে। সে বছরে মানুষ তাদের গনতান্ত্রিক মৌলিক অধিকার ভোট দেওয়া থেকে বঞ্চিত হয়েছে এবং সম্পূর্ণ অগনতান্ত্রিক উপায়ে জোর জুলুমের সরকার প্রতিষ্ঠা করেছে। তাছাড়া বিগত বছরে সরকার তাদের গদি ধরে রাখার জন্য দেশের নিরিহ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে। মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার হরণ করেছে। সরকারের নীল নকসার অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সণ ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। এমনকি তাকে সুচিকিৎসাটুকু পর্যন্ত সরকার দিচ্ছে না। সারা দেশকেই সরকার একটা কারাগারে পরিনত করেছে।

তবে আশাবাদী সাখাওয়াত নতুন বছরে ঘুরে দাড়ানোর প্রত্যয় জানিয়ে বলেন, মানুষ আশা নিয়েই বেঁচে থাকে। রাত যতো গভীর হয়, ভোর তত নিকটে চলে আসে। সরকারের নানা অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে কলঙ্কিত একটি বছরের শেষে নতুন বছরে নব উদ্দমে এই অবৈধ সরকারের পতনের লক্ষ্যে দুর্বার আন্দোলনে ঝাঁপিয়ে পরবে বিএনপি এবং ঐক্যবদ্ধ গনতান্ত্রীক আন্দোলনের মাধ্যমে গনতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেশের মানুষের হারিয়ে যাওয়া গনতন্ত্র পুন:প্রতিষ্ঠা করা হবে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার গত বছরকে ব্যর্থতার বছর উল্লেখ করে বলেন, বিগত বছরে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিকসহ সকল ক্ষেত্রে এই সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে ফলে দেশের মানুষের ভাগ্যে দু:শাসন ছাড়া আর কিছু জোটেনি। তবে নতুন বছরে নতুন উদ্দিপনা নিয়ে দেশের মানুষ প্রতিরোধের দেয়াল গড়ে তুলবে এবং এই অবৈধ সরকার পালানোর পথ খুঁজে পাবে না।

এছাড়া নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ দলে প্রতি শ্রম দিচ্ছেন নিয়মিত। খালেদার মুক্তির জন্য মাঠে রয়েছে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকার। এছাড়া বিএনপির সকল সহযোগি সংগঠনের নেতারা নতুন বছরে জেগে উঠবেন বলে আশা রাখছেন জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতারা।