আজ বুধবার, ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিজয়ের দিনে শপথ নিন


সংবাদচর্চা রিপোর্ট:
আসন্ন তারাব পৌরসভা নির্বাচনে পৌরবাসীকে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের পক্ষে রায় দেওয়ার অনুরোধ জানিয়েছেন রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, মেয়র হাছিনা গাজী। তিনি বলেন, বিজয়ের দিনে তারাব পৌরবাসীকে মৌলবাদী , রাজাকার, আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে শপথ নিতে হবে। যারা মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, নারী নির্যাতন করেছে ,তাদের প্রেত্মাতারা আগামী ১৬ জানুয়ারি তারাব পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হচ্ছেন । সেই পরাজিত শক্তিকে আবার পরাজিত করতে হবে। তিনি স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেছেন তিনি। গতকাল তিনি তারাব পৌরবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন।
প্রসঙ্গত ,১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এ দিনটি হচ্ছে বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেয়ার দিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃতে নয় মাস স্বশস্ত্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিন বিকেলে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে) হানাদার পাকিস্তানী বাহিনী যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের। আজ কৃতজ্ঞ জাতি সশ্রদ্ধ বেদনায় স্মরণ করবে দেশের পরাধীনতার গ্লানি মোচনে প্রাণ উৎসর্গ করা বীর সন্তানদের।