ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গসহ অন্যান্য আসনে ভোটের ফল ঘোষণা হয়। পশ্চিমবঙ্গে মমতার তৃণমূল ৪২ আসনের মধ্যে ২৩ আসন এবং বিজেপি পেয়েছে ১৭টি আসন।
ওই ফল ঘোষণার পর এক টুইট বার্তায় মমতা বিজয়ীদের শুভেচ্ছা জানান বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।
টুইটারে মমতা বলেন, ‘বিজয়ীদের অভিনন্দন। তবে সব পরাজয়ই পরাজয় নয়।’