আজ শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিকেএসপিতে ভর্তিযুদ্ধ শুরু

জাহাঙ্গীর হোসেন সাগর:
সাভারের আশুলিয়ায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ( বিকেএসপিতে) গতকাল বুধবার থেকে চার দিন ব্যাপি শুরু হয়েছে ২০১৯ সালের ভর্তি প্রক্রিয়া  ।  প্রথম দিনে ভর্তি প্রক্রিয়ায় অংশ নিয়েছে চট্রগ্রাম ও সিলেট বিভাগের ছেলে মেয়েরা। 

 বৃহস্পতিবার ক্রিকেট,ফুটবল,এ্যাথলেটিক্স, আর্চারি,সাঁতার ও কারাতে বিভাগের প্রাথমিক নির্বাচনের জন্য পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। প্রাথমিক নির্বাচনে ছেলে ও মেয়েরা পরবর্তীতে ৭ দিনের প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নিবে। প্রশিক্ষণ ক্যাম্পে যারা ভালো করবে তাদেরকেই বিকেএসপিতে ২০১৯ সালের জন্য জন্য ভর্তি করা হবে।

এখান থেকে আগামী দিনের জন্য সাকিব আল হাসান ও মুশফিক দের মত তারকা খেলোয়ার তৈরি করা হবে বলে জানিয়েছে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আনিছুর রহমান।