আজ রবিবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বিএনপি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা নিয়ে মিথ্যাচার করছে: বস্ত্র ও পাট মন্ত্রী

নবকুমার:

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, তরুণ প্রজন্ম কে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে। বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছেন। ১৯৭১ সালের ২৫ শে মার্চ কাল রাতে বঙ্গবন্ধু গ্রেফতার হওয়ার আগে বলেছিলেন আজ থেকে বাংলাদেশ স্বাধীন এবং বঙ্গবন্ধুর ঘোষণা পত্র ওয়ারলেসের মাধ্যমে চট্টগ্রাম বেতার কেন্দ্রে পৌছে দেয়া হয়েছিলো । সেখান থেকে আওয়ামী লীগ নেতা এম এ হান্নান সাহেব বঙ্গবন্ধুর পক্ষে ২৬ শে মার্চ স্বাধীনতা যুদ্ধের ঘোষণা পত্র পাঠ করেছিলেন তখন জিয়াউর রহমান চট্টগ্রামে ছিলেন না। মন্ত্রী বলেন, আমরা সে দিন বঙ্গবন্ধুর ডাকে রণাঙ্গনে যুদ্ধ করেছি। বঙ্গবন্ধু আমাদের কে ভাষা এবং দেশ উপর দিয়েছে। বঙ্গবন্ধুর সাথে কারো তুলনা হয় না।

তিনি বলেন, জিয়াউর রহমান জীবিত থাকাকালীন সময়ে নিজেকে কখনো স্বাধীনতার ঘোষক বলে দাবি করেন নাই । বিএনপি এখন বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা নিয়ে মিথ্যাচার করছে  বাঙালি জাতিকে বিভ্রান্তিতে ফালানোর জন্য।

মঙ্গলবার (২৬ শে মার্চ) রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৯ তম স্বাধীনতা দিবসে আয়োজিত প্যারেডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

প্রশাসনের উদ্দেশে গোলাম দস্তগীর গাজী বলেন, যারা বঙ্গবন্ধু ছোট করার জন্য জিয়াউর রহমান কে মিথ্যা স্বাধীনতার ঘোষক বলে প্রচার করছে এদের কে বিচারের আওতায় আনতে হবে। নারায়ণগঞ্জে বিএনপি যুবদল ছাত্র দল এই অপপ্রচারের সাথে জড়িত আছে।

মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ উন্নত সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম,তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী, উপ‌জেলা মু‌ক্তি‌যোদ্ধা কমান্ডার আল আমিন দুলাল, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মাহমুদুল হাসান, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তু‌হিন, সাধারন সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান শা‌হিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভূইয়া,মহিলা লীগের সাধারন সম্পাদক শিলা রানী পাল, যুবমহিলা লীগের সভাপ‌তি ফের‌দৌসী আক্তার রিয়া সহ অনেকে।

 

স্পন্সরেড আর্টিকেলঃ