আজ শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপি সংসদে যাওয়ার ব্যাখ্যা দিলেন তারেক

নিজস্ব প্রতিবেদক:

একাদশ জাতীয় সংসদে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের যোগদানের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন দল টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, কৌলশগত কারণে সংসদে যোগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শনিবার বিকাল স্থায়ী কমিটির বৈঠকে তারেক এ ব্যাখ্যা দেন।

বৈঠকে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের বিজয়ীরা ২৯ এপ্রিল তারেক রহমানের সিদ্ধান্তে শপথ নেন।

কিন্তু দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত ছিল শপথ না নেয়ার। এ ঘটনায় প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন স্থায়ী কমিটির কয়েক সদস্য। যে কারণে ৪ মে বৈঠক ডাকলেও স্থায়ী কমিটির কয়েক নেতা তা বর্জন করার ঘোষণা দিলে কয়েক ঘণ্টার মাথায় তা বাতিল করা হয়। এরপর আর কোনো স্থায়ী কমিটির বৈঠক হয়নি।

এর আগে সর্বশেষ স্থায়ী কমিটির বৈঠক হয়েছিল ২৮ এপ্রিল রাতে। ওই বৈঠকেই তারেক রহমান স্থায়ী কমিটির নেতাদের কাছ থেকে শপথ নেয়ার বিষয়ে একক সিদ্ধান্ত চেয়ে নিয়েছিলেন। তবে নির্বাচিত চার এমপি শপথ নিলেও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেননি। এ নিয়ে দলের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়।

শনিবার স্থায়ী কমিটির বৈঠকে স্কাইপিতে থেকে শপথের বিষয়ে ব্যাখ্যা দেন তারেক রহমান। তিনি বলেন, ন্যূনতম যে সুযোগ-সুবিধাটুকু আছে (সংসদে কথা বলা) সেই সুযোগটিকে কাজে লাগানোর জন্য আমরা সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ব্যাখ্যায় স্থায়ী কমিটির সদস্যরা সন্তুষ্ট হয়েছেন কিনা- দু’জন সদস্যের কাছে জানতে চাইলে মন্তব্য করতে রাজি হননি।

সর্বশেষ সংবাদ