আজ বুধবার, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপি নেতা সজলের জামিন

পুলিশের উপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মহানগর ছাত্রদলের আহ্বায়ক মনিরুল আলম সজল।

বৃহস্পতিবার ( ১৩ ফেব্রুয়ারি ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন । এর আগে উচ্চ আদালত থেকে জামিন নেন মনিরুল আলম সজল। আরো পড়ুন: সোনারগাঁয়ে শিমুল হত্যায় রিমান্ডে ফারুক

প্রসঙ্গত, গত বছরের (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের র‌্যালি থেকে পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা প্রদান, যানবাহন চলাচলে বাধা, সরকারের ভাবমূর্তি ক্ষুন্নকরাসহ আরো কয়েকটি অভিযোগ তুলে বিএনপির ১৯ নেতাকর্মীর নামোল্লেখ করে অজ্ঞাত আরো ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়।