আজ মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না.গঞ্জে নাশকতার মামলায় বিএনপি নেতা আজাদসহ সাত নেতার জামিন না মঞ্জুর

বিএনপি নেতা আজাদ

না.গঞ্জে নাশকতার মামলায় বিএনপি নেতা আজাদসহ সাত নেতার জামিন না মঞ্জুরবিএনপি নেতা আজাদ

রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার সংবাদদাতা:

আড়াইহাজার থানায় দায়ের করা নাশকতা ও বিস্ফোরক মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ৭ বিএনপির নেতার জামিন না মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে সাত বিএনপি নেতার পক্ষে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করেন।

আসামী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট বারী ভূইয়া জামিন না মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন। প্রসঙ্গত: গত ৫ ফেব্রুয়ারী সিলেটগামী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে মহাসড়কে অবস্থানরত বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনায় থানার উপ-পরিদর্শক আরিফুল ইসলাম বাদী হয়ে আটককৃত বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সালাউদ্দিন মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক জুয়েল আহম্মেদ, যুবদল নেতা মনির হোসেন, গাজী আহসানুল্লাহ, স্বেচ্ছাসেবক দলের নেতা তছলেম উদ্দিন ও ছাত্রদল নেতা রাজীব মিয়াসহ ৩৬ জন বিএনপি নেতাকর্মীদের নাম উল্লেখ এবং আরও দেড়শ’ জন অজ্ঞাত আসামী করে পুলিশের ওপর হামলা, সড়ক অবরোধ ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন।