আজ শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিএনপি নেতা আজাদের স্থায়ী জামিন

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: আড়াইহাজারে পুলিশের কাজে বাধা ও হামলার মামলায় স্থায়ী জামিন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ আড়াইহাজার থানা যুবদলের সভাপতি জুয়েল ও ছাত্রদল নেতা সোহাগ। মামলার আরও ৭৭ জন উচ্চ আদালতের জামিনে রয়েছেন।

গতকাল রোববার দুপুরে ভারপ্রাপ্ত জেলা জজ আলী হোসেনের আদালতে স্ব-শরীরে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাকে স্থায়ী জামিন দেন।

এ বিষয়ে নজরুল ইসলাম আজাদ বলেন, বিএনপি নেতাকর্মীদের নামে সব মামলাই রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য করা হচ্ছে। এভাবে মিথ্যা মামলায় দিনের পর দিন বিএনপি নেতাকর্মীদের কারাগারের বারান্দায় কাটাতে হচ্ছে।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বিএনপি নেতাকর্মীদের হয়রানি করার জন্যই এ ধরনের মামলা করা হয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সব ধরনের আইনী প্রক্রিয়ায় এসব মামলা পরিচালনা করছি।