আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপি নেতা আজাদসহ ৪৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন

নিজস্ব প্রতিবেদক:

২০১৩ সালের  নাশকতা মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ৪৬ নেতা-কর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে ।

বুধবার ( ২৭ মার্চ ) নারায়ণগঞ্জ ৭ নং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক বেগম শেখ রাজিয়া সুলতানার আদালতে চার্জ গঠন করা হয়।

আসামি পক্ষের আইনজীবী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, বিশেষ ট্রাইব্যুনালের একটি নাশকতা মামলায় কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ৪৬ নেতাকর্মীদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে । এই মামলায় বিএনপির নেতাকর্মীদের কোন সম্পৃক্ততা নেই । রাজনৈতিক ভাবে হয়রানি করতেই এই মামলা।

এ সময়ে আদালতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সজল,মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত ইসলাম রানা, মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি , জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন চৌধুরী প্রমুখ।