আজ শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

‘বিএনপি নেতারা খালি লুটপাট করে গেছে’

নবকুমার:

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, তারাবতে কোনো হাউজিং কোম্পানী নেই। এখানে কোনো দলাদলি নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী অনেক উন্নয়ন করেছেন। স্কুল, কলেজ , রাস্তার উন্নয়ন হয়েছে। কোনো বাদ থাকবে না। সারা বাংলাদেশে পৌরসভা গুলোর মধ্যে তারাব পৌরসভায় সবচেয়ে বেশি উন্নয়ন কাজ বাস্তবায়ন হয়েছে।

তিনি বলেন, বিএনপি নেতারা খালি লুটপাট করে গেছে । তারা বিদ্যুতের উন্নয়ন করে নাই। রাস্তাঘাটের উন্নয়ন করে নাই। স্কুল, কলেজ, মাদ্রাসার উন্নয়ন করে নাই। আওয়ামী লীগের উন্নয়নের সুফল বিএনপি নেতাকর্মীরাও ভোগ করছে। নৌকায় ভোট দিলে সাধারণ মানুষের উপকার হয়। নৌকার প্রতি সাধারণ মানুষের দরদ আছে।

শনিবার ১৬ এপ্রিল বিকালে তারাব পৌরসভার রূপসী এলাকায় তারাব পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে গোলাম দস্তগীর গাজী এমপি এসব কথা বলেন।
বিএনপি নেতাদের উদ্দেশে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, নির্বাচিত হওয়ার আগে মানুষের মন জয় করতে হয়। তাদের (বিএনপির) অতীত কর্মকান্ডের কারণে তারা (বিএনপি) জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা উন্নয়নের কথা বলতে পারে না। তারা খালি আন্দোলনের কথা বলে। আন্দোলন করে দাবি আদায় করার সাংগঠনিক শক্তি বিএনপির নেই।
মন্ত্রী আরও বলেন, কোনো অপশক্তি আওয়ামী লীগ কর্মীদের ঐক্য ভাংতে পারবে না। জননেত্রী শেখ হাসিনার কর্মীরা সবাই ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আমরা আবার প্রধানমন্ত্রী নির্বাচিত করবো।
এসময় তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী, রূপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, তারাব পৌর আওয়ামী লীগের সহসভাপতি আবু সাঈদ সাউদ ,আওয়ামী লীগ নেতা ইঞ্জি শেখ সাইফুল ইসলাম, ফিরোজ খান, ফিরোজ ভুঁইয়া, মতিউর রহমান আকন্দ, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহাবুবুর রহমান মেহের, রূপগঞ্জ উপজেলা যুবলীগ সেক্রেটারী মোস্তাফিজুর রহমান শাহীন, তারাব পৌরসভার কাউন্সিলর রফিকুল ইসলাম মনির, আনোয়ার হোসেন, আতিকুল ইসলাম, রাসেল শিকদার, লায়লা পারভীন, জোসনা বেগম, তারাব পৌর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবেল, রূপগঞ্জ উপজেলা মহিলা লীগ সাধারণ সম্পাদক শিলা রানী পাল, ইউপি সদস্য সেলিনা আক্তার রিতা, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল শিকদার, সাধারণ সম্পাদক মাছুমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।