নিজস্ব প্রতিবেদক:
পেয়েছিলেন মনোনয়ন। মা-বাবার দোয়া নিয়ে নেমেছিলেন ভোটের প্রচারণাতেও। কিন্তু শেষদিকে ফিরিয়ে নেয়া হয়েছে তার মনোনয়ন। তার পরিবর্তে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে জামায়াতের সেক্রেটারি মতিয়ার রহমানকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি।
এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিএনপি থেকে পদত্যাগ করেন মনির খান। আজ (রোববার) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গায়ক মিনির খান।
তিনি আরও বলেন, ‘আমাকে মনোনয়ন দেয়া হলো। এলাকার নেতাকর্মীদের নিয়ে উৎসব আমেজে আমি নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছিলাম। কিন্তু শেষ মুহূর্তে এসে আমাকে সরিয়ে দেয়া হলো। এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না।’
অভিমান করে তিনি আরও বলেন, ‘আমরা শিল্পীরা অনেক সমালোচনা মাথায় নিয়ে রাজনীতিতে আসি। দলের কাছে যদি এর সঠিক মূল্যায়ন না পাই তবে কেন থাকবো। আমি ভেবে চিন্তেই এই সিদ্ধান্তে নিয়েছি।’
এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি। সেখানে তিনি জানান, জানান, মনোনয়ন না পাওয়া ও দলীয় বিশৃঙ্খলাসহ নানা কারণে বিএনপি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।