আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিএনপি উন্মুক্ত নকলে চ্যাম্পিয়ন : পাপ্পা গাজী

নবকুমার: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সাংসদ পুত্র গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেছেন, বিএনপি যত বার ক্ষমতায় এসেছে তত বার পরীক্ষায় উন্মুক্ত নকল ছিলো। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে নকলের মহা উ’সব চলেছে। ওরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের চেষ্টা করেছে কিন্তু পারে নাই। ২০০৮ সালে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় এসে নকল বন্ধ করে দিয়েছে। প্রবর্তন করে সৃজনশীন পদ্ধতি । তাতে আমাদের ছেলে- মেয়েদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পেয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বহি:বিশ্বে বাঙালিরা আজ শিক্ষিত জাতির মর্যাদা পেয়েছে।

রবিবার সকালে  রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় নব কিশলয় হাইস্কুল এন্ড গার্লস কলেজের ২০১৯ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি শিক্ষার্থীদের উপদেশ দিয়ে বলেন, তোমরা পরীক্ষার খাতায় কোনক্রমেই রোল নং রেজিষ্টেশন নং লিখতে ভুল করবে না। পরীক্ষার ১ ঘন্টা আগে কেন্দ্রে পৌছাবে। যে টা বুঝবে না সেটা শিক্ষকের কাছে জেনে নেবে। আর এখন থেকে ফেস বুক বন্ধ রাখবে। যে কয় দিন সময় আছে ভালো ভাবে লেখাপড়া করবে।

এছাড়া গোলাম মর্তুজা পাপ্পা বিদায়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নব কিশলয় হাইস্কুল এন্ড গার্লস কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নজিবর রহমান, আওয়ামীলীগ নেতা তাবিবুল কাদির তমাল, জাহাঙ্গীর, দৈনিক সংবাদচর্চার প্রকাশক ও সম্পাদক মুন্না খান, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বর বিউটি আক্তার কুট্টি, বজলুর রহমান মেম্বার , যুবলীগ নেতা আশিক, শফিকুল, নান্নু,আনোয়ার,স্বপন, আল আমিন ,চান মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোতাহার হোসেন নাদিম,জসিম গাজী, রুহুল, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আলমগীর, আরজিএ সভাপতি ইউসুফ হোসেন, ছাত্র লীগ নেতা খালেদ কাজল, শামীম রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদোসী আক্তার রিতা প্রমুখ।