আজ বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিএনপি আপনাদেরকে বঞ্চিত করেছে: চনপাড়ায় এমপি গাজী

 

টি.আই.আরিফ:

রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়ায় ইউনিয়নের চনপাড়ায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে এই দোয়া ও আলোচনা সভা হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও স্থানীয় এমপি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। চনপাড়াবাসীর উদ্দেশ্যে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, বিএনপি সরকার সব সুযোগ সুবিধা থেকে আপনাদেরকে বঞ্চিত করেছে। বঙ্গবন্ধু আপনাদের ঠিকানা দিয়েছে। বঙ্গবন্ধুর কন্যা আপনাদের ভোটের অধিকারসহ সব কিছু দিয়েছে। আপনারা আওয়ামীলীগের নৌকার কথা বলবেন। বঙ্গবন্ধুর একটা চিহ্ন রূপগঞ্জ। বিএনপি সরকার আপনাদের ভোটের অধিকার দেয়নি।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন গোলাম দস্তগীর গাজী এমপি।
এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আক্তার রিয়া, ইউপি চেয়ারম্যান জাহেদ আলী, ইউপি সদস্য শমসের আলী,সেলিনা আক্তার রিতা প্রমুখ।

সর্বশেষ সংবাদ