আজ শুক্রবার, ১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

বিএনপির সৃষ্টিই করা হয়েছিল আসো, খাও-দাও, লুটপাট কর, পয়সা-পাচার কর -অসীম কুমার উকিল

বিএনপির সৃষ্টিই

বিএনপির সৃষ্টিই

নিজস্ব প্রতিবেদক :শুক্রবার(৩০ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ ২নং রেল গেট এলাকার জেলা আওয়ামীলীগের কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল বলেছেন,বিএনপির সৃষ্টিই করা হয়েছিল আসো, খাও-দাও, লুটপাট কর, পয়সা-পাচার কর আর নিজের আখের গোছাও। আজকে যখন আমরা মহান স্বাধীনতা দিবস পালন করছি তখন সারা বাংলাদেশের প্রেক্ষাপটটা কী? লুটপাটের জন্যই বিএনপির সৃষ্টি করেছিল জেনারেল জিয়া। এ সব কিছুতেই বাংলাদেশ দূর্নীতি, লুটপাটের আখড়ায় রুপান্তরিত হয়েছিল। এরই ধারাবাহিকতায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া আজকে কারাগারে।

আলোচনা সভায় জেলার সভাপতি আবদুল হাই ৫টি আসনেই নৌকার দাবী তুলেন।

জবাবে অসীম কুমার উকিল বলেন, আমি সিটি করপোরেশন নির্বাচনে নারায়গঞ্জের বন্দরে দায়িত্ব পালন করেছি। তখন অনেকেই দাবী করে বলেছিলেন, তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে চাই। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরো বলেন, আমাদের মূল লক্ষ্য হলে আওয়ামীলীগকে আরো সুসংগঠিত করা। আওয়ামীলীগকে আবারও ক্ষমতায় আনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ক্ষমতা থাকলে দেশ নিরাপদ থাকবে। আমরা তার নেতৃত্বে আগামী দিনে উন্নত বাংলাদেশ গড়তে চাই। আগামী নির্বাচন হবে সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন।

আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন,  জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু, মুক্তিযোদ্ধা খবির উদ্দিন, মোহাম্মদ সানাউল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুল হাসনাত মোঃ শহিদ বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, দপ্তর সম্পাদক এম এ রাসেল, মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরুল হুদা, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক ফেরদৌসী আলম নিলা, কেন্দ্রীয় শ্রমিকলীগের মানব কল্যাণ বিষয়ক সম্পাদক কাওসার আহমেদ পলাশ, উপ-দপ্তর সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, সোনারগাঁ থানা আওয়ামীলীগের সভাপতি সামসুল ইসলাম ভূইয়া ও নারায়ণগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

স্পন্সরেড আর্টিকেলঃ