আজ শুক্রবার, ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপির মনোনয়ন চেয়ে টুটুলের সংবাদ সম্মেলন

টি.আই. আরিফ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ -১ রূপগঞ্জ আসনে বিএনপির দলীয় মনোনয়ন চেয়ে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফ আহমেদ টুটুল। গতকাল দুপুরে পূর্বাচল নিঝুমপল্লীতে তিনি এই সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা করেন। টুটুল বলেন, আমি নারায়ণগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। আগামী সংসদ নির্বাচনে আমি দলের কাছে মনোনয়ন চাইবো । আমি আশাকরি দল আমার যোগ্যতা দেখে আমাকে দলীয় মনোনয়ন দেবেন। আমি দলের জন্য দীর্ঘদিন যাবত মাঠে আছি।
তিনি আরও বলেন, আমি যদি মনোনয়ন না পাই তাহলে দল যাকে মনোনয়ন দেবে আমি তার পক্ষে কাজ করবো। আমরা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী ও নৈরাজ্যমুক্ত রূপগঞ্জ গড়ে তুলবো।
এসময় উপস্থিত যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ দিপু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমান, রূপগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ বাবুল টুটুলকে সমর্থন জানান।
উল্লেখ্য নারায়ণগঞ্জ -১ আসনে গত নবম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন কাজী মনিরুজ্জামান। তিনি আওয়ামী লীগ প্রার্থী গোলাম দস্তগীর গাজীর কাছে পরাজিত হন। এবারও কাজী মনির বিএনপির অন্যতম মনোনয়ন প্রত্যাশী। তার আরেক প্রতিপক্ষ নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান দীপু ভুঁইয়া। দীপু ভুঁইয়াও দলীয় মনোনয়ন চেয়ে গণসংযোগ করে যাচ্ছেন। হেভিওয়েট এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা আরও বাড়তে পারে।