সংবাদচর্চা রিপোর্ট: আসন্ন তারাব পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ( ২২ ডিসেম্বর) রূপগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষে মেয়র পদে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা মতিয়ুর রহমান । এছাড়া স্বতন্ত্র মেয়র প্রার্থী আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। সাধারণ কাউন্সিলর একজন এবং সংরক্ষিত কাউন্সিলর একজনসহ মোট ৪ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। অবৈধ প্রার্থীরা আপিল করতে পাবেন।
দুই জন মেয়র প্রার্থীসহ মোট বৈধ প্রার্থীর সংখ্যা ৫১ জন। মেয়র পদে বৈধ প্রার্থী হলেন আওয়ামী লীগ প্রার্থী ও তারাব পৌরসভার বর্তমান মেয়র হাছিনা গাজী, বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রাথী আবু সাঈদ। মঙ্গলবার সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমান সংবাদচর্চাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।