আজ রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

খালেদার মুক্তির দাবিতে মহানগর বিএনপির প্রতিবাদ সভা

বিএনপির প্রতিবাদ সভা

বিএনপির প্রতিবাদ সভা

 

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সহ-সভাপতি এড. জাকির হোসেন বলেন, সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র নেতাকর্মীদের ভয় পায় যার কারনে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে কারাগারে আটক করে রেখেছে। শুধু তাই নয় দেশের মানুষের মৌলিক চাহিদা, ভোটাধিকার হরন করে নিয়েছে।
বৃহস্পতিবার (৫ জুলাই) বিকালে শহরের চাষাঢ়াস্থ বালুরমাঠ এলাকায় মহানগর বিএনপির প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।
এড. জাকির আরও বলেন, আগামী নির্বাচন থেকে বেগম খালেদা জিয়াকে দূরে রাখতে নতুন নতুন নীলনকশা তৈরি করছে সরকার। অশুভ পরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ আদালতকে সরাসরি ব্যবহার করছে বলেই জনগণ বিশ্বাস করে। এজন্য নেত্রীর মামলা নিয়ে আরো নতুন নতুন গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে ক্ষমতাশীনরা। নেত্রীর একের পর এক জামিনযোগ্য মামলায় জামিন না দেওয়া সরকারের মনোবাসনা পূরণেরই অংশ। বিএনপি এদেশের খেটে খাওয়া মানুষের কথা বলে আমরা জনগনের ভোটাধিকার, মৌলিক অধিকার ফেরত চাই কিন্তু সরকার সেটা চায় না। খুলনার নির্বাচনই প্রমান করে ক্ষমতাশীনরা নির্বাচনের নামে প্রহশন করছে।
এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জনগন থেকে বিচ্ছিন্ন করতে চাইছে কিন্তু তাদের সেই অপচেষ্টায় ব্যর্থ হয়েছে। নেত্রী মিথ্যা মামলায় কারাগারে যাওয়ার পর দিন দিন তার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। কোন ষড়যন্ত্রই নেত্রীকে জনগনের মন থেকে মুছতে পারবে না। অচিরেই মিথ্যা ও প্রহসন মূলক মামলা থেকে দেশনেত্রী ও দলের নেতাকর্মীদের মুক্তির দাবী জানাচ্ছি।
মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. আবু আল ইউসুফ খান টিপু’র সঞ্চালনায় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, মহানগর বিএনপি নেতা হাজী ফারুক হোসেন, মতিন প্রধান, আব্দুর রহমান, জাহাঙ্গীর মিয়াজী, মাসুদ চৌধুরী, আলী আকবর, অজিত চন্দ্রপাল, মহানগর যুবদল নেতা নাজমুল হক রানা, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রানা, যুগ্ম সাধারন সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক আহিদুল ইসলাম ছক্কু, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা রাজু আহমেদ, জাহিদ প্রধান, শুক্কুর আলী বেপারী, জাকির হোসেন, আল আমিন, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আলী আজগর, যুগ্ম-আহবায়ক ফজলুল হক, ফজলুর রহমান, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আলতাফ, স্বেচ্ছাসেবক দল নেতা রাজু আহম্মেদ, জাহিদ প্রধান, আল-আমিন, মানিক, দুলাল হোসেন, আব্দুর রশিদ হাওলাদার, রাব্বী হোসেন প্রমূখ।