আজ মঙ্গলবার, ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বিএনপির পর সরে দাঁড়ালেন তারাও

সংবাদচর্চা রিপোর্ট

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও গণতান্ত্রিক আইনজীবী সমিতির মনোনীত দিপু-পলু পরিষদের শেষ দুই প্রার্থীও সরে দাঁড়িয়েছেন নির্বাচন থেকে। এর আগে গত ১৯ জানুয়ারি ১৫জন প্রার্থী নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ালেও মাঠ চষে বেড়াচ্ছিলেন আপ্যায়ন সম্পাদক প্রার্থী এডভোকেট মামুন সিরাজুল মজিদ ও সমাজ সেবা সম্পাদক প্রার্থী রোমেল মোল্লা।

তবে মঙ্গলবার নির্বাচনী ব্যবস্থা তাদের প্রতিকূলে অবস্থান করায় শেষ মুর্হুতে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আওয়ামী পন্থী এই দুই আইনজীবী।

জানা যায়, গত ১৯ জানুয়ারী বিকালে নিবার্চন কমিশনের কাছে ১৫জন প্রত্যাহার পত্র জমা দিলেও আপ্যায়ন বিষয়ক সম্পাদক এডভোকেট মামুন সিরাজুল মজিদ ও সমাজ সেবা সম্পাদক রোমেল মোল্লা তাদের প্রার্থীতা প্রত্যাহার করেনি। বিগত কয়েকদিন সকাল থেকে নিজেদের কর্মব্যস্ততার পাশাপাশি আইনজীবীদের কাছে গিয়ে নিজেদের জন্য ভোট ও দোয়া কামনা করেছেন তারা।

এ বিষয়ে আপ্যায়ন বিষয়ক সম্পাদক এডভোকেট মামুন সিরাজুল মজিদ ও সমাজ সেবা সম্পাদক রোমেল মোল্লা বলেন, নির্বাচনী পরিবেশ আমাদের বিপরীতে থাকার কারনে আমরা নির্বাচন থেকে সরে দাড়াচ্ছি।

আরকেএন/এসএএইচ

স্পন্সরেড আর্টিকেলঃ