সংবাদচর্চা রিপোর্ট: একাদশ জাতীয় নির্বাচনকে বানচাল করতে বিএনপির ষড়যন্ত্র ও নাশকতার প্রতিবাদে রূপগঞ্জ উপজেলা ছাত্র লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে । বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিকেলে ভুলতা ও গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ বিক্ষোভ মিছিল করে।
উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আলম শিকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেন, মুড়াপাড়া সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সজিব, মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ ফরিদ ভুইয়া মাসুম, আব্দুল আল মামুন, আতিকুর রহমান মইন, মামুন ভুইয়া, আনিসুর রহমান হিমেল, রুবেল, সাহাবউদ্দীন, ইমরান, শামীম ওসমান, মাসুদ ও রুবেলসহ আরো অনেকে ।
বিক্ষোভ মিছিলটি ভুলতা ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয় থেকে বের হয়ে ঢাক-সিলেট মহাসড়কের ভুলতা ও গোলাকান্দাইল এলাকা পদক্ষিন করে ।