নিজস্ব প্রতিবেদক:
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং মিডওয়ে হোটেলের মাঝখানের গলিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১১ টা ৩০ মিনিটে এই আগুনের সূত্রপাত হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লীনা খানম। তিনি জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে অগ্নি নির্বাপনের কাজে অংশ নেয়। সকাল ১১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক লাইন থেকে এই আগুন লাগে বলে জানান লীনা।
আগুনের ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয় নি। কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।
তবে আগুন নিয়্ন্ত্রণে আনতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং মিডওয়ে হোটেলের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন রয়েছে।